প্লাটুনের সাধারণ তথ্য
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সেনা, নৌ ও বিমান শাখার সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, আধাসামরিক প্রতিরক্ষা বাহিনী। সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০১২ সাল থেকে সেনা শাখার সিনিয়র ডিভিশনের একটি পুরুষ প্লাটুন চালু আছে।
প্লাটুনের নাম- সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ
প্লাটুন কমান্ডার- পিইউও মোঃ জসিম উদ্দীন
প্রতিষ্ঠাসন- ২০১২
কোম্পানী- ডেলটা
ব্যাটালিয়ন- ১ বিএনসিসি
রেজিমেন্ট- রমনা
উইং- সেনা
লক্ষ্য ও উদ্দেশ্য- সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৎ ও দক্ষ নেতা ও আদর্শ মানুষ হিসেবে তৈরি করা যাতে তারা দেশে বিদেশে নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে পারে।
প্রশিক্ষণ কার্যক্রম-
* ড্রিল
* শারীরিক প্রশিক্ষণ
* মাইনর ওয়ার
* সামরিক বিজ্ঞান
* সামরিক ইতিহাস
* মানচিত্র পঠন
* ফার্স্ট এইড ও স্যানিটেশন
* কমান্ড ও লিডারশীপ
* আনআর্মড কম্ব্যাট
* ফায়ার ফাইটিং
* কম্পিউটার প্রশিক্ষণ
* ব্যান্ড প্রশিক্ষণ
প্লাটুনের গঠন-
১ x পিইউও > ১ x ক্যাডেট সার্জেন্ট > ৩ x ক্যাডেট কর্পোরাল > ৩ x ক্যাডেট ল্যান্স কর্পোরাল > ২৪ x ক্যাডেট